মাগো তুমি দশ মাস দশ দিন
গর্ভে নিলে, আলোর প্রদীপ জ্বেলে,
তোমার বাবুর জন্ম দিলে,
এখন বাবু কান্না করে দুধ খেতে মায়ের কোলে।
দোলনাতে দোল খেলে দোলে
আবার তোমার বাবু হাসছে কোলে।।
বাবু কাঁদে কোলে আসে,
বাবু খিলখিলিয়ে এবার হাসে।
মায়ে বলে আর কেঁদো না বাবু,
মায়ের আঁচল ধরে রাখো দূরে যাবো না কভু ।
চাঁদ উঠেছে ফুল ফুটেছে ঐ
আমার বাবু ঘুমিয়েছে কান্না গেল কই।
মায়ের আদর না পেলে, বাবু ঘুমায় না,
বাবু করে কান্নাকাটি, মায়ের যাতনা।
ভাত দেব, মাছ দেব,
আরো দেব মুড়ি, পাকা কলা খেয়ে তুমি, বাবু করোনা দুষ্টুমি।
আমার বাবু সোনার বাবু
সাত রাজার ধনের চেয়ে ও দামী।
বড় হয়ে পড়বে তুমি
গড়বে সোনার দেশ,
আমার বাবু দেশের গর্ব
সাবাস বাবু এইতো মায়ের আদেশ ।
মানব হয় মানবিক কাজ করবে তুমি,
এ জগতে ধন্য হবো, তোমায় নিয়ে গর্ব, করবো আমি।
আমার বাবু একদিন, অনেক বড় হবে,
মায়ের আশা পূর্ণ করো, বাবু তুমি তবে।
আমার বাবু সবার বাবু দয়া করো সকলে।
বাবু আঁধার ঘরে আলোর প্রদীপ জ্বেলে,
মানব সেবা করবে তুমি পরম প্রাণ খুলে ।
আমার বাবু যখন বড় হবে
বৌ আনবে ঘরে তবে,
বৌ দেখতে প্রতিবেশী আসবে সবে।
বাবুর বৌয়ে করবে কাজ,
সংসার থেকে মায়ের, চরম অবসর আজ।