বীর তোমার বিপ্লবী কন্ঠ,
বীর তুমি উত্তম, বীর তুমি
সাহসীকতায় বীর শ্রেষ্ঠ।


বীর তুমি যুদ্ধের ময়দানের রণতুর্য ।
বীর তুমি স্বাধীনতার আকাশে উদীয়মান সূর্য


বীর তুমি বাহাদুর, বীর তুমি,
বীর মুক্তিযোদ্ধা,
বীর তুমি যুদ্ধা, বীর তুমি রোদ্ধা।


বীর তুমি বীরত্বে বীরপুরুষ,
বীর তুমি আদর্শ মানুষ ।


বীর তুমি তেজস্বী নির্ভীক সৈনিক,
বীর তুমি অশ্বারোহী আচরণে দাম্ভিক।


বীর তুমি সাহসী বীর তুমি কবো নহে নতশির,
বীর তুমি ভেঙ্গে পেলো প্রাচীর।


বীর তুমি বিক্রম বীর তুমি সুদর্শন,
বীরের গর্জন সব করে নাও অর্জন।


বীর তুমি নেতৃত্বে পথপ্রদর্শক,
বীর তুমি সাধনার সাধক ।


বীর তুমি মুক্তির পথে, করো শপথ,
বীর তুমি রক্তে রঞ্জিত করো শত্রুর পথ।


বীর তুমি মুক্তির জয় গান ,
বীর তুমি যুদ্ধের ময়দানে তৈরি করো কঠিন অবস্থান।


বীর তুমি দূর করে দাও সকল বিপদ,
বীর তুমি কামনা করো না, জাতির আপদ।

বীর সংগ্রাম করে, এনে দেয় বিজয়ের পদক,
বীর তুমি শক্তিতে আপাদমস্তক।


বীর অতিক্রম, বীর ব্যতিক্রম,
বীর তুমি সবসময় সম্ভ্রম।


বীর তুমি আলোর প্রদীপ,
বীর তুমি সবুজের সজিব দ্বীপ।


বীর তুমি করো বিশ্বজয়,
বীর তুমি মৃত্যু ছাড়া খ্যান্ত নয়।


বীর তোমায় দাবিয়ে রাখতে পারে না,
বীর জানি তুমি, কাউকে ধরলে ছাড়বে না।


বীর তুমি অরুণ পথের তরুণ,
বীর তুমি সব সময় সব কিছুতেই দারুণ।


বীর তুমি দিক দিগন্তের সূচনা,
বীর তুমি সবসময় শুভকামনা।


বীর তুমি মুখ মুখি বড়ই ভয়ংকর,
বীর তুমি শতাব্দী পর শতাব্দী শত্রুর বিরুদ্ধে  হুংকার।


বীর তুমি মুক্তির ইতিহাস,
বীর তুমি অক্সিজেন সুখের নিঃশ্বাস।


বীর তুমি আতংকের নাম যম,
বীরের সাথে যুদ্ধ করে জিততে পারে কম।