দহন গ্রাসে পুড়ছে বিশ্ব অবিরাম

কোথাও মন কোথাও শরীর,

তবু ও ঐ যা অবশিষ্ট—

মুমূর্ষু মনুষ্যত্ব একান্তে প্রেম

হয়তো বা আসে-যায় আমি-তুমি,আমাদের ।

উষ্ণ বাহু বন্ধন জগতের সুখ-দুখ,

এখন ধোঁয়াটে মেঘপু্ঞ্জে আড়াল

বজ্রঘুঙুরে নগ্ন নৃত্য-দগ্ধ বাতাস বিষাক্ত নীলে—

এই যা অবশিষ্ট;সিগারেটের ধোঁয়া

কিংবা এক মুঠো ভস্ম,বাতাসে উড়ানো আলিঙ্গন ।।