আমার অভেদ্য চোখ জুড়ে কার আনাগোনা?
যে নামকরণে জন্মেছিলাম, তার ছায়া কোন এক
অচেনা সাধকের চক্রব্যূহে নিমজ্জিত।


প্রতিদিন আয়নার পাশে দেখি পরিচিত যত কুয়াশা মুখ
চোখের নীচের কালো দাগ মুছে দিতে চাই ক্লিনজারে
অভিনব কিংবা উপভোগ্য সাজে পরিপুষ্ট ভঙ্গিতে
ইনিয়ে-বিনিয়ে হাঁটি,আধুনিক শব্দ উচ্চারণে
কৌশলে আপন করি নিজের মাঝে অন্যের অনুকরণ।


সেই আমি কখনই ভাবিনি;
প্রতিদিন সূর্যাস্তের গভীরে মুখ লুকায় ছায়াসঙ্গী।