তুমি আছো তাই
ফাগুনের গান গাই
কিছু নাহি চাই
যদি তোমায় পাই।

সুখ গুলো আজ
ফেলে নানান কাজ
প্রতিক্ষায় থাকে
দুখ নদীর বাঁকে।

বিকেলের হাসি
রাখালের বাঁশি
সবই পুলকহীন
বাজে বিরহবীণ।

কীযাদু তোমাতে
মুখ দেখি আয়নাতে
পথ পানে চেয়ে রই
তুমি রইলা কই ?