হিমালয় দেবো যে পাড়ি
প্রিয় তোকে পেলে!
কেনো থাকিস দূরে যে তুই
তোকে ছাড়া কি চলে?


মধুর সুরে ডাকি তোরে
ভালোবাসি বলে;
পাড়া-পড়শি মন্দ যে কয়
কেউ কেউ পাগল বলে।


আর যে কবে বুঝবি রে তুই
চিনবি রে কোন কালে!
লিখে দেবো জীবন আমার
যাস না আমায় ফেলে।


সোনাপাখি নাম রেখেছি
তুই খুব লক্ষ্ণী বলে;
তবু কেনো ছটফট করিস?
দে না একটু বলে।


কতো স্বপ্ন হৃদয় তলে
বুক ভেসে যায় জলে;
ভুলি তোরে কেমন করে?
থাক না রে তুই দিলে।


শত ব্যথা যাবো ভুলে
সত্যি পাশে এলে;
চাই না আমি সোনাদানা
বন্ধু তোকে পেলে।