সময়ের হাত ধরে চলে এসেছি কতটা পথ
বুঝতে পেরেও করেছি না বুঝার ভান!কোন চেতনায়?
জীবন ক্যানভাস বড়ই বিচিত্র! কত ছবি এঁকেছি;
মনের মাধুরী মিশিয়ে ;সব মিলেছে হাওয়ায় ।


কতবার ভেবেছি হাতের মুঠোই স্বপ্ন আঁকবো
যেদিকে দৃষ্টি যায় বাঁধবো খোলা আকাশের ঘর।
মনের কাছে মন রেখে হাতেহাত, নয়নে নয়ন;
আঙুলের ডগায় বাদাম টিপে হেঁটে যাবো সূদূর।


প্রিয়র গহীন দৃষ্টি পানে চেয়ে তাকিয়ে রবো,
যুগযুগান্তর!গাছের তলায় সাজাবো ঘাসের বাসর।
যেখানে থাকবে না বিত্তের চাকচিক্য ,আভিজাত্যে;
দম্ভের বিশাল প্রাসাদ;আর বর্ণীল আলোকছটার বাহার।


আজ প্রাণ খুলে অক্সিজেন নেবার বড়ই ইচ্ছে জাগে
কোথা পাই ?“সোনালী দিন গুলি”ভাবি আনমনে।
আবার ও কি পাবো ফিরে সেই চিরচেনা নিটোল প্রেম।
সাঁঝ বেলায় নদীর পাড়ে নীরবে শুধু দুজনে।