উড়ে এসো মর্ত্যে মেঘের ভেলায় আকাশের বুকে
সেথায় কাক,শালিক, শঙ্খচিলের ন্যায় বাঁচতে।
অরণ্যের গভীরে বাসর বুনে স্বপ্নেরা আচ্ছন্ন;
আত্মার তৃপ্তি খুঁজি শূন্যতাকে আঁকড়ে ধরে শ্যাম।
কাছে নেবে কিনা সেই ভাবনায় নয়, ভালোবেসে!
চলার পথে বেশ কিছুটা সময় সঙ্গ পেলাম;
তা অলিন্দে স্বর্ণাক্ষরে মুদ্রিত না হোক
মায়ার বন্ধনে বেঁধে কুঁড়ে ঘরে যত্নে রাখবো।
ভেবনা ভুলে গেছি,ভুলে যাবো হতেই পারে না;
বরং রবীন্দ্র, নজরুল সংগীতের মতো
যুগ-যুগান্তর সাধনা করে জয় করব প্রিয়।
শুধু কচুপাতার বুকে জলের স্থায়িত্বে রেখো না;
বিনি সুতায় গেঁথে নিও মনান্তরে তোমার করে
ক্ষীণ চোট পেয়ে যেন মুখ থুবড়ে পড়ে না যাই।
বাড়িয়ে দিও বিস্তর নিটোল প্রেম সখির তরে
মেলে দেবো রঙ্গিন ডানা লাল-নীলের সমারোহে।
মধুর আলিঙ্গনে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে নিতে চাই
লালিত সোমত্ত সবুজাকাশে তুমি রবে নীরবে।