মিথ্যা কথা বলবো নাকো
আসুক যতই ঝড়-তুফান;
সালাত আদায় করবো আমি
শুনবো যখন মধুর আযান।


অন্যের ক্ষতি করবো নাকো
থাকতে আমার এই যে জীবন;
উপকারে আসবো আমি
সমান সবাই পর কী আপন!


বেহিসেবী চলবো নাকো
দুখীদের করবো যে স্মরণ
সংযমেতে মন ভরাবো
করবো না  অসদাচরণ।


বিলাসিতা করবো নাকো
এলো ফিরে মাহে রমজান;
গরিবের হক করবো আদায়
করবো যাকাতের অর্থ-দান।


দুষ্ট বুদ্ধি করবো নাকো
ভালো কাজে করবো আহবান
বাবা মায়ের শুনবো কথা
রাখবো সবে তাদের সম্মান।