“পান্তা ইলিশ” খাব রে ভাই,
বৈশাখীর ঐ মেলায়।
বাহারি লাল শাড়ী পড়বো,
যাবো মঙ্গল শোভাযাত্রায়।


লম্বা চুলে বেণি করে,
পড়বো তাতে ফুল।
লাল চুড়িতে হাত ভরাবো,
কানে মতির দুল।


ঢাক,ঢোলক,তবলা,বাঁশির সুর,
প্রাণ হচ্ছে যে আকুল।
প্রিয় বন্ধুর হাতে রেখে হাত
হবো যে ব্যাকুল ।


এসো সবে মিলে মেলায় যাই
তাক ধিনা ধিন ধিন
নাচবে শিশু ,গাইবো যে গান
এলো যে শুভদিন।