এসো হে বৈশাখ এসো,সময় যে এলো
নরবড়ে কুঁড়ে ঘর এভাবেই কী রবে!
জীর্ণ পুঞ্জি নব আশা গেছো কি ভুলে?
নয়া মুখে মুখরিত হবে;
থাকবে না আর দঃখ ,সুখ ধরা দিলে!
অর্থ-কড়ি,অনর্থ বলি,সত্যি হবে কবে?
সুখ চাকা বোঝা হয়ে রবে শুধু ভালে?
চাষা আমি দুঃখ সই বার মাস ভবে।


এসো হে বৈশাখ সুখের বার্তা নিয়ে!
প্রাণের পরশ দাও কৃৃষকের ঘরে
ঋণ ভারে মাথা তার থাকে নত হয়ে।
নববর্ষে নব স্বপ্ন আসুক ফিরে।
নতুন ফসল এলে ঝি'রে দেবে বিয়ে
ঢাকের বাদ্য বাজুক কৃষাণীর ঘরে।