প্রতি মুহূর্তে,প্রতি নিঃশ্বাসে, তুমি আমার বিশ্বাসে;
সব আকুতি কবিতায় ঢালি শুধু তোমার জন্যে।
প্রেমের তরী তুমি আমি যে বৈঠা হাতে নিরবধি,
তোমার প্রাণের ভালোবাসার সুর প্রতি নি:শ্বাসে।


শত জনমের শাশ্বত প্রেম হৃদ মাঝারে রও,
তুমি যে রয়েছো সয়নে স্বপনে নিশি জাগরণে।
হাতে হাতে রেখে তরু ছায়া তলে সোনাপাখি,
চোখে চোখ রেখে মৃদু হাসিতে প্রাণেরে কথা কও।


আবার এসো ফিরে ভালোবাসার জন্যে প্রিয়তম
যুগ যুগান্তেরে অপেক্ষায় রবো মহাকাল ধরে।
কত কথা নীরবে একলা আনমনে বলে যাই,
ভালোবেসে ওগো প্রানপ্রিয় গড়বো যে মর্ত্যধাম।


একজীবনে কত স্বপ্ন দেখি ,হায়!জীবন ভেলা।
রঙিন ঘূড়ি উড়িয়ে দিলাম আকাশ পানে প্রিয়
একটু ভেবো আমায় নিয়ে দূরে তুমি থেকো নাকো;
কি যে করি? আহা মরি!“ তোমায় ভাবি সারাবেলা”।