হতে পারি আমি তোর পাগলিনী প্রিয়া
প্রেমের কথা বলি যে তোরে বারে বারে।
দু’নয়নে সদা ভাসে পাষানের কায়া
প্রেম খেলার ছলে মনটা নিলি কেড়ে।
কেমন করে থাকি আমি বুক বান্ধিয়া?
প্রাণের সখা তুই কেন থাকিস দূরে?
ভালোবাসি ভালোবাসি পরাণটা দিয়া।
তুই যে রবি নীরবে প্রাণের ভিতরে।


নিন্দা কাঁটা যদি দিস ধিক্কারে মরি গো
কত যে আপন তোরে নয়নে হারাই।
ফিরে যদি না চাস রে  তুই মরবো গো,
কিছু নাহি চাই যদি তোরে কাছে পাই;
কত স্বপ্ন দেখি আমি বঁধুয়া  সাজি গো
জীবন যাবে বৃথা তোরে যদি না পাই।