কবিতা তুমি যে আমার একমুঠো রোদ্দুর
আমায় দাও ক্লান্তির বিভোর বিশুদ্ধ ঘুম
প্রিয়তমর মধুর প্রেমময় সোহাগ আদর চুম্বন।
কাব্যের প্রতি বর্ণে শব্দে চরণে স্তবকে
বিলিয়ে দেই প্রাণ উজার করা ভালোবাসার পূর্ণ নির্যাস।


তুমি আমার দশমাস দশদিন গর্ভে থাকা সন্তান।
তোমার জন্য পাগলিনী মগ্ন বিমল প্রেমে
হাঁটছি ছন্নছাড়া প্রেমময় দীর্ঘ মেঠো পথে।
যে পথ চিরচেনা সবুজেঘেরা আঁকাবাঁকা বন্ধুর
যেই পথে হেঁটেছে নজরুল রবীন্দ্রনাথ জসীম উদ্দীন
জীবনানন্দ দাশ তাদের সৃষ্টির সৃজনশীলতা।


যখন নির্ঘুম রাত আমায় আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে,
তখন মগ্ন হই তোমার হৃদয়ের গভীরে
আদরে আদরে ভরিয়ে দাও সারা অঙ্গজুড়ে।
চোখ বন্ধ করে মিশে যাই আকাশে বাতাসে
তোমার বর্ণিল রক্তে আর শিরা উপশিরায়।


খুঁজি প্রিয়র হাসি,অপলক তাকানো,
মধুর ডাক মুহূর্তেই অনুভবে ঘন শ্বাস-প্রশ্বাস।
ঝরিয়ে দাও অমৃত বৃষ্টির ধারাস্রোত
ভিজে যাই  স্নান করি তোমার বর্ষণে।


সজীবতা আকাশে মেলে “সোনালী ডানা”
হারাই তখন ঘন কালো মেঘের আড়ালে।
আবার জেগে উঠি নব উদ্যমে রবির মতোন
এক সোনালী ডানার ঝাপটায়...।