তুমি অনিন্দ্য সুন্দর!তুমি শুধু আমার প্রিয়তি।
তোমার নিবিড় চলা, অনুভব খুব প্রশান্তির;
তুমি যে দিয়েছো স্বর্গসুখ সুধা যা অতুলনীয়।
তীব্র খরার মতো রুক্ষ জীবন আজ শান্ত নদী
সুখের ধারা হয়ে বয়ে যাও গো প্রাণে নিরবধি।
পুষ্পহীন বাগা আজ যে কতো সৌরভময় প্রিয়া!
ভ্রমোরার গুঞ্জনে সব মুখরিত ,কি যে আনন্দের!
জানো,হঠাৎ আতঁকে উঠি ,ভাবি এ স্বপ্ন নয় তো?
তোমার চলনের হাওয়ায় আমি বড্ড উম্মাদ ;


সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে কিযে ভাবছো গো ধ্রুপদী?
এই যা ভুল হলো প্রিয়তি,তুমি ধ্রূুপদী নও গো
মুখ ফঁসকে যে ভুল বেড়িয়ে এলো প্রাণ প্রিয়তি,
ক্ষমা করো ,আর ভুল হবে না,লক্ষ্মীসোনা প্রিয়তি।
হৃদয়ের যত গ্লানি সব মুছে দাও গো সুলতা ;
মুহূর্তেই গর্জে উঠে ,সেই আবার অন্য ললনা!


তোমাকে নিয়ে আর পারি না সখি,পাগলী আমার।
সখির মন বিষন্নতায় কালো মেঘে ঢেকে যায়,
ভুলে ভরা জীবন আমার যেন শুধু মরুভূমি।
তুমি শুধু আমার; তোমাকেই ভালোবাসি প্রিয়তি।
তুমি যে আমার পরম সাধনার প্রাণের সখি
তুমি “পরজীবি বঁধূ”নও গো,তুমি যে প্রাণ পাখি।