অবুঝ মনের জলতরঙ্গের খেলা
প্রতিদিনই সাঙ্গ করে ভাবি
চুপিসারে কাটাই সারাবেলা
কার কাছে আজ আমার ঘরের চাবি?


নির্বোধ এই নিকষিত প্রেমে
নিটোল করে সাজাই যে নিকুঞ্জ
কাব্যদেবীর দুরন্ত এই ধামে
শ্যামের তরে সোহাগ করি পুঞ্জ।

নিদ্রাহারা অবুঝ মনের নীড়ে
অস্থিরতায় কাটাই দিবস-যামী
তুমি খেলো যমুনার ঐ তীরে
বৃন্দাবনে বিষন্নতায় আমি।


চাতকিনির নিবেশিত প্রেমে
জলেশ্বরের নিদারুণ এক খেলা
জলাঞ্জলি দিলাম জলজ শ্যামে
নিরবধি যাচ্ছে যে কালবেলা।