হৃদয় হুহু করে কেঁদেছিলো
অবুঝ বিষাদে শোকের করুণ বীণা
ফিরে যাওয়ার ফেরারী বিরহগুলো
নীরব যন্ত্রণায় লুক্কায়িত প্রেম;


ঝিনুকের ভিতর মুক্তো যেমন
ত্রিভুজাকৃতির কারুহেম।
দৃষ্টিগোচরের ভূমিকাভিনয়,
বাদলা হাওয়ায় হৃদয়ের জ্বর নগণ্য


বৃষ্টির টুপটাপ শব্দে তাড়িত সময়
নিলাজের মতো গতির ধারা
ক্ষণিকের মধ্যে ছিন্ন হস্ত স্পর্শ
আবার শুরু বিষাদী নদীর স্রোতধারা।