ভালোকথা,প্রাণের সখা এই ফাগুনে আসবে নাকি ফিরে?
গভীর ভাবনায় আমায় রেখে কত বৎসর রবে তুমি দূরে?
“ভালোবাসার নীল পদ্ম” ঝরছে ঝরা পাতার মতো।
ফাগুনের আগুন জ্বলে দ্বিগুন শিমুল,পলাশের রাঙা মুহূর্তে;
স্বপ্নগুলো এলোমেলো ভ্রমরা হয়ে আসে না উঁকি দিতে।
আজি কেন উত্তপ্ত তুমি নিবিড় আকাঙ্খায় ভালোবাসা চাও?
স্বপ্ন চূড়া দুহাতে ঠেলে অচিন সুরে বিষের বাঁশি বাজাও।
ভালোবাসা কি দিন ক্ষণ ঠিক করে ঢাকের তালে হয়?
ভালোবাসা নিয়ে উপহাস করও না প্রিয় বড়ই ভয় হয় ;
ভণিতা কর মধুর ছলনায় কৃষ্ণ তুমি রাধার ভগবান!
বজ্রসম গম্ভরে কোন গহীনে থাক তুমি অবুঝ এ প্রাণ।
কভু যদি আসে ফিরে বসন্ত কোকিলের গানে গানে,
শত বাঁধা পিছু ফেলে হাতে হাত রেখে ছুটবো দুজনে।