(উৎসর্গঃ কবিতাটি প্রিয় কবি শ.ম.শহীদ রচিত “বুবুর বিয়ে” কবিতা থেকে জন্ম। এই কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম।)


খুকি দিবে পুতুল বিয়ে
শুনে এলো পায়রা টিয়ে,
যৌতুক দিবে না করল সে পণ
দাওয়াতে এসো সকল জন।

মাঘ মাসে বিয়ে হবে
নাচ গান বাজনা হবে,
সাথে থাকছে ব্র্যান্ড পার্টি।
দেশি মুরগি,হবে নাকো পল্ট্রি!


বাল্য বিয়ে দিচ্ছি না
অন্যায় আবদার মানছি না,
ওসবের দিন এখন শেষ
পুতুল বিয়ে হবে অবশেষ।


জমজমাট বিয়ে বাড়ি
সিংহমামার উপহারে থাকছে,দারুণ শাড়ি!
পঙ্খীরাজে পুতুল যাবে শ্বশুর বাড়ি চলি
মায়ের বুক হবে যে খালি।