(উৎসর্গঃ আমার প্রিয় বন্ধুদের।)


কত যে করিস ছল
কবিতায় পেলি কি বল?
তুই পারিস ও বটে
আমি হলে যেতাম টুটে।
সদা শুধু দেখাস ব্যস্ততা!
বুঝি না বাবা,কি লিখিস যা-তা?
বন্ধু,মৃদু হেসে কি যে বলিস
এতেই আমার প্রাণ জানিস!
একদিন গর্ব করতে না পারলেও,
দুঃখ পাবি না মোটেও।
একটু তাকে খুঁজি হয়ে হন্য,
সব সইতে পারি,শুধু কবিতার জন্য।