বি:দ্র: (কবিতাটি প্রিয় কবি অনিরুদ্ধ বুলবুল কে উৎস্বর্গ করলাম,কারণ প্রিয় কবির “প্রেমের নবায়ন” কাব্য পড়ে সৃষ্ট। প্রিয় কবিকে অনেক ধন্যবাদ।)


মেঘলা দিনে উদাস মন আনমনে,
কোথা আছ প্রাণের সখা এইক্ষণে।
কত গল্প,কত স্মৃতি রেখেছি যতনে
পাগল এ প্রাণ ভাবে শুধু তোমা স্মরণে।


হারানো দিন যায় না ভোলা
হৃদে হয় যে মরণ জ্বালা,
আওলা মনে বাওলা গান,
বাজে অচিন সুরে রে আমার উদাস মন।


দু:খ যত রইলো আমার গলে,
তুমি কোথায় গেলে চলে?
মন যে আমার থাকে না ঘরকোণে
মেঘলা দিনে উদাস মন আনমনে,
কোথা আছ প্রাণের সখা এইক্ষণে।