প্রিয় কবি গণ আমরা ইতিমধ্যে মায়ানমারের নির্মম অত্যাচারের বিভিন্ন আলামত লক্ষ্য করেছি ।এই অন্যায় অত্যাচার মেনে নেয়া যায় না।আমরা হিন্দু না মুসলমান তা বড় কথা নয়।আমরা জাতে মানুষ এটাই সত্য।সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।


আমি আজ এক মহতী উদ্যোগে প্রিয় এডমিনগণের দৃষ্টি আর্কষণ ও অনুমতি প্রার্থনা করছি।আমি মনে করি বাংলা কবিতা.কম একটি বড় মাধ্যম ।এখানে অনেক জ্ঞানী- গুনী ব্যাক্তিবর্গ রয়েছেন।এই আসরের ব্যানারে আমরা মায়ানমারের অন্যায় অত্যাচারের প্রতিবাদ হিসেবে জাতীয় প্রেসক্লাবে সকল কবি,সাহ্যিতিকগণ মানব বন্ধনের আয়োজন করতে পারি।অথবা
আগামী ৩ ডিসেম্বর ,রোজ শনিবার,বিকাল ৩:৩০মি. কাব্যকথা সাহিত্য পরিষদ সকল কবি ,সাহিত্যিক,সকল সংগঠন,সকল ব্যানার কে মানব বন্ধনে আহবান জানিয়েছেন ,আমরা ও উক্ত সময়ে আমাদের ব্যানারে অংশ গ্রহণ করতে পারি।


আসুন আমরা সবে মিলে এক হই। আশা করি প্রিয় এডমিন ও আসরের সকল কবিগণ মতামত দিয়ে ও পাশে থেকে বাধিত করবেন।


# প্রিয় কবি আপনারা যারা মানব বন্ধনে অংশ গ্রহণ করছেন ,আপনারা যদি বক্তব্য দিতে চান বা স্বরচিত কবিতা আবৃত্তি  করতে চান, তাহলে কপি নিয়ে আসবেন।আর আপনারা কে কি করতে চান তা পোষ্ট দিয়ে দিবেন।তাহলে আমার লিষ্ট করতে সুবিধা হবে।#


যে সকল কবিগণ এপর্যন্ত ৩ ডিসেম্বর মানব বন্ধনে যাবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন ,তারা হলেন-


১.কবি কবীর হুমায়ুন
২. কবি রুনা লায়লা
৩.কবি খায়রুল আহসান
৪.কবি সিমন চন্দন বৈরাগী
৫.কবি মো:মনিরুল ইসলাম(মনির)


ধন্যবাদান্তে,
রুনা লায়লা
(যোগাযোগ:কবি কবীর হুমায়ুন-01733-990965