বাছা আমার আদর নিও
আমি বেশ আছি
চিন্তা না করিও।
তুমি পত্রে পোষা বিড়ালটার
খবর জানতে চেয়েছো?
তোমার মনে অনেক দয়া
বিদেশ থেকেও ভুলোনি
পোষা মিনির জন্যে,
তোমার অনেক মায়া।


একটু অসুবিধা হয় সময়ে সময়ে
যখন খড়ের চাল দিয়ে,
বৃষ্টির পানি পড়ে।
বসতবাড়িটা নড়বড়ে
কালবৈশাখীর ঝড়ে
একা মানুষ রাতের অন্ধকারে ,
গা ছম ছম করে।
আসবে বাবা সময় করে?


তোমার বাবা হলেন গত
আসবে বলে,
অপেক্ষায় ছিলাম কতো!
তোমার কচি হাতের লাগানো গাছে,
কতো শত ফল ঝুলে আছে।
হঠাৎ মনটা কেঁদে উঠে
এই বুঝি এলে
মা মা বলে।


একমাত্র পুত্র তুমি
খবর ও নাওনা মায়ের
মুখখানা দেখালেও না
বিদেশী বউয়ের
কতো কষ্টে আছি বাবা
এই ‘‘বাচিকপত্রে” জেনো
আমি মরলেও কি,
তুমি খবর নিবে কোনো?


হয়তো এটাই আমার
শেষ‘‘ বাচিকপত্র”
হয়না যেন এমন দশা তোমার
লিখতে হয়না যেন করুণ পত্র।
ভুল হলে কষ্ট করে পড়ে নিও,
নাতি,বউয়ের যত্ন নিও
দোয়া করি ভালো থাকো সদায়
ইতি‘‘ তোমার মা’’ নিলাম বিদায়।