(বি দ্রঃ কবি কবীর হুমায়ূনের “কি যে যন্ত্রণা ”কবিতায় মন্তব্য করতে গিয়ে কবিতাটির জন্ম।তাই প্রিয় কবিকেই “নিটোল প্রেম” কবিতাটি উৎসর্গ করলাম।)


ভালোবেসে প্রাণ দিয়েছি
শুভ্র ফুলের মতো;
‘‘নিটোল প্রেম’’ যে পাইনি কভু
হৃদয় হলো ক্ষত!


সোহাগ দিলাম তোমায় প্রিয়
মনে ছিলো যতো;
অন্তরেতে রাখি তবু
দূরে গেলে ততো।


স্বপ্নডিঙায় উড়ে যাবো
ঘন মেঘের মতো;
সুখের কুঞ্জে  রবো দুজন
কেনো আশাহত?


পাইনি যে সুখ বলছি না তা
আছি আমি বেশ তো;
সুখ যে এলো দুঃখ নিয়ে
জীবন হবে শেষ তো?


আজ যে আমি বহুদূরে
সরে গেছি কতো;
ভালোবাসা পায়ে ঠেলে
ভাবছি একা শত।