আলো হয়ে এসেছিলে
কিন্তু তুমি যে নীলালো !
নিষ্পাপ,কোমল,পুষ্প ভেবে;
বুকে জড়িয়ে নিয়েছিলাম।
কিন্তু হায়!সোনালী স্বপ্ন;
তুমি বড়ই ছলনাময়।
শরতের ঝকঝকে আকাশে অমাবস্যা।
সত্বাহীন;আত্মার আত্মীয়!
যদি সৌরভময় পুষ্প হও;
ভাঁজে ভাঁজে শুধুই লীলা।
বিমল প্রেম!তবুও বিষাক্ত ছোবল।
এই যন্ত্রণা যে নিদারুণ!
কি করেছি?
কি করছি?
কি করবো?
সব অজানা।
আর পারছি না।
সত্যিই বৈচিত্রময়তায় আজ বড়ই ক্লান্ত গো!
অশান্ত ঢেউ আমাকে বারবার নিমজ্জিত করে দেয়।
ফুসফুসের সাথে অক্সিজেনের বিরোধ জানো কি?
দম বন্ধ হয়ে আসে
তোমার তরে প্রিয়!
হে পৃথিবী তুমি কি শুনতে পাচ্ছো?
বলো তো?
বিষন্ন মনের হাহাকার;
হৃদয়েরি কান্না!
আঁখিজল প্রিয়তা হয়ে এলো;
প্রিয় বন্ধু।
ভাসিয়ে নিল আজ সবি;
প্রিয়তির নিটোল প্রেম।