যদি থাকে,বাড়ি-গাড়ি
দুঃখ নদী দেবে পাড়ি?
সুখের ডানা নাহি মেলে!
হৃদে দুখের খেলাই চলে।


মিথ্যে মোহে ছুটে রে মন
মানুষ বাঁচে কতক্ষণ?
রাতের শেষে দিন যে আসে
ফুটে যে ফুল সবুজ ঘাসে।


“মনের সুখই প্রকৃত সুখ”;
থাকুক না যত অর্থের দুখ।
হাহাকারে জীবন গেলে
যাবে না দুখ তোমায় ফেলে।


‘‘দূরের বস্তু সুন্দর দেখায়’’
কাছে গেলে ঝাপসা আভায়;
মনের রঙে রাঙাও যে মন
সুখ পাবে যেন চিরন্তন।