আমি জ্ঞানী মহাপণ্ডিত
গায় যে সবাই আমারই গীত;
সবজান্তা লোকে বলে
তাতেই আমি যাই যে গলে।


সাহস এতো কার আছে ভাই?
আমি কি রে তারে ডরাই!
ছন্দে যখন দ্বন্দ্ব আসে
কাব্য তখন প্রবল হাসে!


মনের মতো লিখুন তত
ভাবনাখানি আসে যত;
জ্ঞানী ব্যক্তির থাকে না ক্ষোভ
কবি হওয়ার নাই কোন লোভ।


“ক্ষুদ্র হলেও তুচ্ছ যে নয়”
করি নাতো তবু যে ভয়;
বোকা আমি রাগি বেশি
বাহবা দিলেই হই যে খুশি।


ছোট্ট করা তাদের স্বভাব
আছে যাদের মিথ্যারই ভাব!
অহমিকা নয় যে দামী
হোউন না যত বড্ডো নামী।