মরার জন্য দরিয়ায় গেলাম শুকিয়ে গেল
প্রেমের আগুনে পুড়তে গেলাম ডুবিয়ে দিল
গলায় দঁড়ি দিতে গেলাম ছিঁড়ে পড়ল
হায়!পাথুরে জীবন।এতো কঠিন !


ওপারে যেতেও শত বাঁধা;
এই তো প্রতিচ্ছবি।
কালের স্রোতে ভেসে যাচ্ছে
কস্তরীর মতো সবই।


কূল কিনার বুঝি নাগালের বাইরে
স্বপ্নগুলো গুনেধরা কাষ্ঠের ন্যায় ভঙ্গুর
নয়নে আজ হতাশার সমুদ্রবিলাস।
তলিয়ে যাচ্ছি গহীনে ...


অজানায় পাড়ি দেয়া দেহতরী।
কালো গোলাপের পাপড়ি গুলো খসে পড়বে কী?
সেই ভাবনায় মন আজ বড়ই আচ্ছন্ন!