কাব্যতে হয় লীলাখেলা
শব্দে করি যে চাষ ;
ভাবের দেশে ঘুরিফিরি
ভাবনাতে করে বাস।


কবিতারা আসে নাকো
দিনপুঞ্জিকা গুণে ;
অসময়ে ভর করে সে
কথা নাহি শুনে।


তুলে রাখি যদি তারে
অতি যতন করে ;
প্রয়োজনে খুঁজি যখন
অভিমানে মরে।


তাই তো তাকে ভালোবাসি
সোহাগ করি দিন-রাত
প্রেম-বিরহে রাখি বেঁধে
ঘুম ভাঙলেই সু-প্রভাত।


ঘুম আসে না দুটি চোখে
তারই প্রেমে পড়ে ;
বুঝি না তার মতিগতি
কখন কি যে করে!


স্বপ্নরাজ্যে পেলাম তারে
অপরাহ্নের ঘাটে ;
একা পেয়ে বসল ঘারে
পড়লাম তারই বাটে।