প্রিয়তি বসে অপেক্ষায়
আজোয়া রেস্তোরায়।
কানায় কানায় পূর্ণ টেবিল;
ভাবছি এ কোন আবিল!


নেই যে কোথাও খালি চেয়ার,
পাশে বসলেন আমার।
অস্বস্থিকর এক অবস্থা;
রাখলাম মনে আস্থা।


বিশাল লম্বা এক গোঁফওয়ালা;
দেখতে ভীষণ কালা।
হায়!হায়!করবো এখন যে কি?
নিশ্চুপ ছাড়া বৈকি!


তিনি অর্ডার করলেন বার্গার
শুনুন কি হাল আর!
একজন গপগপিয়ে খাচ্ছে;
অন্যজন ঢোক গিলছে।


অবশেষ এলো প্রিয়জন
পরিবেশ ঠিক উল্টো তখন!
চোখ যে কপালে! কে তিনি?
হাস!আমি কি চিনি?


কেনো নিয়ে আছো বসে?
গোঁফওয়ালা হাসে।
আমি তো বলছি না মিছে;
লোক জমলো পিছে।


এলো আজোয়ার ম্যানেজার
প্রবলেম হয়েছে স্যার?
কি আর হবে? দেখলেন তো সব;
থামান স্যার কলরব।


তিনি আমার জামাইবাবু
প্রিয় হলেন কাবু ;
শেষ যখন হলো ঝামেলা
ছুটলেন যে “গোঁফওয়ালা”।