ডেকো না গো তুমি মন-আঙিনায়-
ওই হৃদয়ের তলে;
দূরেতে রহিব মেঘের আড়ালে,
নিজের অন্তরালে।


এই তো সেদিন বলেছি তোমায়-
হাতটি বাড়াও, প্রিয়,
চলো যাই দূরে অজানার দেশে
নীলাকাশে; হে অমিয়!।


কোথায় যাচ্ছো, হে সোনালী চিল?
পিছে নেই সুখ, দেখেছি;
শুকতারারই হাতছানি ছলে
শূন্যহাতেতে ফিরেছি।


আকাশের নিচে খুঁজে পাই আজ
সবুজের মুগ্ধতা;
সজীবতারই সতেজ প্রাণেতে
জাগুক নির্মলতা।


ফুসফুসেরই দূষিত বাতাস
হোক বিলীন এ বেলা।
কই, এলে নাতো হৃদয়ের মাঝে;
শুধুই কি লীলাখেলা?


আজকে কি নেই আবেগী হৃদয়,
সে প্রেমের মধুবন?
অনাদরে আর অবহেলা মাঝে
স্তব্ধ পাথর মন!