ডানা ভাঙা পাখি রে তুই
কোথায় তোরে থুই?
সোহাগ করে মনের ঘরে
রাখি আদর করে।


পাতার ভিড়ে লুকাস রে তুই
ভুল করে কারে ছুঁই?
লাফাস রে তুই ডালে ডালে
নিশীথরাত কালে।


ক্ষণে ক্ষণে মারিস উঁকি
দিস রে আবার ফাঁকি!
কতো সোহাগ করি পাখি
যতন করে রাখি।


ঘুমালে স্বপনে দেখি
তোরি ছবি আঁকি;
একবার যদি দিস রে ধরা
হবো পাগলপাড়া।


ব্যথা দিয়ে যাসরে চলে
আমায় একা ফেলে।
সোনার শিকল দেবো ময়না
রাখিস যদি বায়না।