জড়িয়ে ধরে আদর করা নয়তো ভালোবাসা;
চোখে চোখে তাকিয়ে থাকা, লাজে মৃদু হাসা।
তোমার জন্য আনতে পারি আকাশের ঐ তারা;
মেঘের ভেলায় উড়তে পারি চাঁদ দেবে পাহারা।


সিনেমাতে গা ভাসিয়ে রাতে ঘরে আসা
আবেগ দিয়ে হেসে বলা -আমার ভালোবাসা।
‘‘বিমল প্রেম’’ যে চায় না এসব; পার্থিব যতো চাওয়া
নিটোল প্রেমে বাঁধবো তোমায় পেলে তোমার মায়া।


মনটা যদি দাও গো আমায় যতনে যে রাখি
আত্মারই আত্মীয় তুমি আল্পনাতে আঁকি।
চাই না তোমার চন্দ্র-তারা, অর্থ-বিত্ত ,কড়ি;
আমায় নিয়ে করছো কেনো এতো ছল চাতুরী?