বাহাদুর বড়াই করে
আঁকে মনে ছবি ,
শব্দ নিয়ে খেলা করে
হেতি মস্ত বড় কবি।

বাহাদুর ও বুলুমামা
ওরা দুই সৎ ভাই ,
নোংরা ভাষায় কথা বলে
ধুর,মুখে আসে না ছাই।

আপনারে ভালোবাসে
অপরের থালা টানে ,
শুদ্ধ কথা বলতে গেলে
লাগে মামার মানে।

ঘেউ ঘেউ করছে শুরু
বুলুমামা এর গুরু
মিছে শুধু মান করে
পন্ডিতির ভান ধরে।