রোজ ভোরে মন ভরে কোরান শুনতাম বাবার সুরে
বলতো বাবা-
কাঁথার নীচে ঘুম নয়,আড়মোড়া দিয়ে উঠ।
নামাজ পড়,পড়তে বসো,মানুষকে ভালোবাসো;
আজি সবি নীরব কেন? নেই ঘুম নেই,জেগে রই।


কেউ বলে না ,ওরে সোনা কি চাই বল?সাথে চল;
গুঁমরে কেঁদে ফেলি জল ,বাবা- চোখ করে ছল ছল।
কোথায় গেলে ?আমায় ফেলে,বুক ভেসে যায় জলে;
আগের মতোন মেলায় যাই না,হাতটি তোমার ধরে।


তবলা,গীটার,বাঁশির সুরে মন উড়ে যায় ওরে।
কত কথা বলতে বাবা মিষ্টি মধুর সুরে।
ঈদে ঈদি পাই তো বাবা,রাগ করে বা কেবা?
জ্যোৎস্না কালে , গল্পের ছলে,রাত হতো সকালে।


নীতি কথা বলতে বাবা সে সব এখন ইতি;
জগৎ জুড়ে হানাহানি,চলছে দিবস-রজনী।
“বাবার স্মৃতি”,কয়না ইতি ,আবছায় যে বিস্মৃতি।
প্রভুর দ্বারে,বলি বাবাকে জান্নাত দাও খুলি।