আয় রে আয় সখি তোরা
বরফ মাথায় দিয়ে
রসালো সব ফলের ঝুড়ি
মজো,ট্যাঙ্ক নিয়ে।

ইচ্ছে করলে আনতে পারিস
দই আইসক্রিমের গাড়ি
সবাই যেনো মনের মতো
ঠান্ডা হতে পারি।

আনতে পারিস ইচ্ছে হলে
গ্যালন গ্যালন বায়ু
আর কটা দিন থাকবো সুখে
বাড়ুক না হয় আয়ু।