অনেক বছর পর, ডায়রীর পাতার ভাঁজে
তোমার স্পর্শ মাখা- বকুল ফুলের মালা দৃশ্যমান
সেই সুগন্ধ ,সেই আবেগ জড়ানো ।


কত পুষ্প বাহার দিয়েছিলে আমায়,
গোলাপ, বেলী,শিউলী, রজনীগন্ধা...
আর ও কতো নানান ফুল।
শুধু কি তাই! তোমার দেয়া প্রেমের উপন্যাস গুলো!


হাতে হাত রেখে নদীর পারে ঘুরে বেড়ানো,
বৃষ্টিতে ভেজা, বৈশাখী মেলায় মঙ্গল শোভা যাত্রায়,
আহা কতো মজা করতাম,
মনে পড়ে সোনালী স্বপ্নগুলো!
আবৃত্তির ক্লাসে ফিসফিস করার জন্য,
স্যারের অপলক তাকানো,
আর নজরুলের গানের আসরের কথা,
ওহ! ভাবাই যায় না।


কফিশপের কফি আড্ডা...
ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখা
কি মজার ছিল সেই দিনগুলি,তাই না!
আজ তা শুধুই স্মৃতি।


জানো পলাশ-  আমি তোমার কিছুই ভুলিনি,
দু,নয়নের পাতায় শুধু তুমি
বিয়ের সেই রাতে, হঠাৎ জ্ঞান হারালে;
সেই যে গেলে আর ফিরলে না।


মরণ যন্ত্রনা নিয়ে এই আমি বেঁচে আছি।
এ ধরা এখন আমার কাছে মরুভূমি,
তুমি বিনা চারদিক হাহাকার,
ধূ ধূ প্রান্তর আর আমার ছন্দবিহীন জীবন।
অপেক্ষায় আছি ওপারের পথে নিঃসঙ্গ যাত্রি হয়ে
এরই নাম জীবন...।