(পরমদাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু)

বলো নবী মুহাম্মদ দঃ
আল্লাহ তাআলা এক

আল্লাহ তাআলা স্বয়ম্ভর
মুখাপেক্ষী নন তিনি কারো,

তিনি কাউকে জন্ম দেননি
কারো থেকে জন্ম হয়নি তাঁরো।

আর তাঁর সমতুল্যও নাই,নাই
কোনও মাবুদ তাঁহার লায়েক।