(১)
দেখো কি কাণ্ড কেমন পাষণ্ড
পাঁচ মিনিট দিলে মাত্র সুখ
বাঁধিয়ে গেলে এক মস্ত অসুখ।
ব্যথা ও পুলকে শিহরে অন্তর
না জানি কি হবে দশমাস পর ?

মাসে মাসে ঋতু বদল হবেনা যে আর
একটি ঋতুতে হবে বৎসর পার।
জীবন মরন একাকার জঠরে যন্ত্রনা সার
শরমে পারিনা করিতে চিৎকার,
প্রাণের গভীরে আরেক প্রাণের সঞ্চার !
(২)
দেখো কি কাণ্ড কে বলছে পাষণ্ড
একবার দেখে যাও সোনা চাঁদের মুখ
সহস্র সঙ্গমেও পাবেনা এই সুখ।

আমিও ভুলেছি ব্যথা বললাম সত্যি কথা।
না পেলে সঙ্গম সুখ না যদি হত অসুখ
কে আমারে দিত এই চাঁদ বদন মুখ?