(৪৬)
মনের কি দোষ বলো সখি মনটা যে আর আমার নয়
সাকি তুমি নাইবা হলে চোখের জলে'ই সুরা হয়
চাঁদের সাথে সখ্যতা নেই তাতে কী আর এসে যায়
অশ্রু সাগর ভালোবেসে তৃষিত মন তৃপ্ত রয়।


(৪৭)
সাকি আমার রাগ করেছে কথার সুরা দেয় ঢেলে
চোখ রাঙিয়ে তাকায় সখি খুব খুশি সে মন জ্বেলে
অভিমানীর সুর যে মুখে সেওতো কম পুড়ছেনা
মান-অভিমান যাওনা ভুলে ভালোবাসায় মন মেলে।


(৪৮)
নিঝুম রাত্রি নূপুর পায়ে একলা কেনো নাচিস’রে
নীদ কেড়ে আর কী হবে তোর আমায় ছাড়া বাঁচিস’রে
সাকি ছাড়া বুদ হয়েছি সুরা আমায় ছাড়ছেনা
দেবদাসের’ই লেবাস দেখে আনমনে তুই হাসিস’রে।।


(৪৯)
রাত্রি নিঝুম ঘুম আসেনা ঘুমের সুরা দাও ঢেলে
নিদ্রা দেবী একটু তাকাও আমার পানে চোখ মেলে
জ্যোৎস্নারা সব কই হারালো একলা আমি রই বসে
মেঘের মাঝে চাঁদ লুকালো কাটতো সময় চাঁদ পেলে।।


(৫০)
আজকে সাকির রাগ বেড়েছে অশ্রু সুরা ঝরছে তাই
কথার মালায় ছেঁদ পড়েছে আমিতো আর নফসে নাই
এই কী ছিলো মনে পোষা উড়াল দিয়ে যাবে যে
গলে দিবো জ্যোৎস্না মালা মান করোনা সঙ্গ চাই।।