(৩৬)
আজো কেবল ছাত্র আমি শিখছি দিবা রাত্রি'তে
সাহিত্য নাও ভরে গ্যাছে নবীন প্রবীণ যাত্রি'তে
পদক নিয়ে টান পড়েছে চলছে শব্দ যুদ্ধ'যে
প্রবীণরা ভাই উৎসাহ দেন লাবণ্যময় পাত্রি'তে।।


(৩৭)
সাহিত্যতে নোংরামি আর সহ্য করা যায় কী ভাই
মনটা উদার করে'ই তবে শব্দ চর্চা করা চাই
শব্দ দিয়ে ছন্দ দিয়ে ভাবটা মনের প্রকাশ পায়
পদক ব্যবসা দেখে এখন সত্যি মনে কষ্ট পাই।।


(৩৮)
সাধনাতে সাহিত্য হয়, এ কথা কী মিছে'রে?
কলংকিতো করছে যে আজ অসৎ কিছু ছিঁচে'রে
পরের ধনে পোদ্দারিতে কি সুখ তারা পায় যে ভাই!
নিত্য তারা থাকবে পরে অতৃপ্ত হৃদ নিচে'রে।।


(৩৯)
প্রেম ছাড়া কী সাহিত্য হয়? নিত্য যে তাই প্রেম করি,
ফুল পাখি আর জ্যোৎস্না সনে নিয়মিত ভাব গড়ি
ছন্দে সাজাই শব্দ কিছু ধুত্তোরি ছাই হয়না'তো
পদক পাবো কবি হবো! নয়তো এমন ভাব ধরি।।


(৪০)
রমরমা যে সাহিত্য ভাই চলছে এখন ফে'বুতে
যে যার মতো যাচ্ছে লিখে রসটা যেমন লেবু'তে
কেউবা হাসে কেউবা ভাবে লেখার কোন কমতি নেই
রুবাঈয়াতে সোহেল পড়ে ফেলে দিলো রেবু'তে।।


১০ মে ২০১৭ খ্রিস্টাব্দ