অঞ্চল ঘিরে খঞ্জর ধরে ডাক দিয়ে যায় ধরা
ভালোর মুখোশ পরে আছো খুলবে যে আজ সরা
অশোক তলে বিমথিত অঞ্জলি দাও শিশু
বদ গুলো সব খাঁচা ছাড়া, নিরব কেনো বিষু?


মায়ের কান্না শুনি,
নিরুপায় দিন গুনি
করতে জেহাদ আসবে ফিরে ঘুমন্ত সব শহীদ
সেই চেতনায় হৃদ অাঙিনায় স্বপ্ন যতো বুনি।


মরু হবে নাফ,
করবে যে সব সাফ
ঈশান কোনে উঠবে আবার সূর্য আলোকিতো
সূর্য তাপে পুড়বে তুমি পাবে না আর মাফ।


রক্ত চুষে খাচ্ছো শিশুর রাক্ষুসীনির মতো
খুব খুশি আজ তাইনা তুমি! শির হবে যে নতো
রক্ত হলি খেলছো তুমি তোমার রাজ্য জুড়ে!
অগ্নি হয়ে জ্বলবে সবাই নয়তো সেদিন দূরে।।


১ লা ডিসেম্বর,২০১৬ ইংরেজী।