এভাবে আসবে ভাবতে পারিনি!
বৃষ্টির রিনিঝিনি শব্দে মাতাল হাওয়ার প্লাবনে ভাসালে
হৃদ আঙিনায় পুঁতে দিলে লাবণ্য লতা
নীরবতা ভাঙলে তরু-লতার আলিঙ্গনে
গোলাপ পাপড়ির স্পর্শে গাঙে নতুন জোয়ার
পদ্মপুকুরে টলমল জল।


হৃদ আঙিনায় যত্নে লালিত বেলীর চারায়
ফুল ফুটেছে প্রান্ত বেলায়,
মাতাল মালি,
গন্তব্যহীন পথিকের অপেক্ষার প্রহর হলো শেষ।
আনন্দে উদ্ভাসিৎ লাবণ্য-তরু।


আত্ম ভোলা লাবণ্য লতা কেঁদে উঠলো
কষ্ট অশ্রু গড়ায় কপোল
ব্যথায় কাতর, তবু ঠোঁটের কোণে তৃপ্তির হাসি
বাতাসে নন্দের দোলা।


৬ নভেম্বর ২০১৬ ইংরেজী।