(১৬)
সোনার ঘরে ঢুকলো কিরে পঞ্চফনা নাগরাণী?
বিষ ছড়ানোর অগেই যে তোর ভেঙ্গে দেবো দাঁত খানি।
ষোল কোটি ওঁঝা আছে বীণ বাজাতে তৈরী'রে
শপথ করে বলছি যে আজ আবার দেবো কোরবানি।।


(১৭)
ও পথে আর যাসনে'রে ভাই বুলি যে সব ছলনার,
তোকে দিয়ে তোর স্বজনে করবে তারা দলনার,
নেইকো তাদের ধর্ম কোনো মুখে'ই শুধু লেবাস'যে,
সংখ্যা তাদের নয়তো বেশি দেখনা করে কলনার।।


(১৮)
কিসের আশায় কিসের নেশায় ঐ পথে ভাই পা দিলি?
কোমল হাতে কলম ছেড়ে গ্রেনেড কেনো তুই নিলি?
যাদের বুকে মারিস ছুড়ে তারা কি তোর নয় আপন!!
ওসব ছেড়ে আয়'না সোনা সবার সাথে বুক মিলি।


(১৯)
কোন্ ইসলামে বলেছে'রে নিরপরাধ মেরে ফেল্,
এটা তাদের আপন গড়া নীল নক্সার দারুণ খেল্,
মানব হত্যা, আত্মঘাতি জানিস এ যে মহাপাপ,
খোল'না এবার তোর বদনের জঙ্গিবাদের সঙ্গী চেল্।।


(২০)
রক্ত কি খুব সস্তা এখন তৈরী কি হয় কারখানায়?
নিত্য এখন রক্ত ঝরে রাস্তা-ঘাটে কার'হানায়?
জঙ্গিবাদে নাম দিয়েছে সোনার দেশের ছেলারা
জিহাদ নামে করছে যে খুন কারা এ ভুল পথ'জানায়??


১১ জুলাই, ২০১৬ ইংরেজী।