(০৯)
চাঁদ হাসে ঐ দূর আকাশে ঢালবে সুরা কই সাকি?
জ্যোৎস্নারা সব জ্বালছে আলো বুকের বেদন কই রাখি?
এমন রাতে সঙ্গী ছাড়া জ্যোৎস্না দেখা হয় কি আর?
সুখ গুলো সব সাথে নিয়ে উড়াল দিল সুখ পাখি।।


(১০)
ভাবনা গুলো ছলের বসে যেই ঠেলেছো অগ্নিতে,
খাঁচায় বন্দি হৃদয়টা আজ দেহ দিলে লগ্নিতে,
বেশ আছোতো দেখে বুঝি রঙ মেখে তাই সঙ সাজো,
লজ্জা তোমায় দেয়না বাঁধা রাত দুপুরে নগ্নিতে।।


(১১)
চাহনিতে মাদকতা কাছে ডাকা ছল ছিলো,
ভালবাসা উদারতা আজকে সখি কে নিলো?
ছল করা খুব রপ্ত তোমার খুব সহজে তা পারো
বলবে কি সই এমন ছলের দীক্ষা তোমায় কে দিলো??


(১২)
চাইলে শুধু দিবে অনেক কিন্তু আমি চাইবো'না,
তোমার সুরে ঠোঁট মিলিয়ে ছলের গান আর গাইবো'না,
উজান গাঙ্গও সাঁতরে যাবো করিনা'যে ডুবার ভয়,
পদ্মদিঘী শেওলা ঢাকা সেই দিঘীতে নাইবো'না।।


(১৩)
বিশাল সাগর গভীর যে খুব ঠাঁই কি পাবে এই তরী?
ডুবে গেলে রাত পোহাবে তাই'তো বাই'তে ভয় করি!
জগ্ধ তোমার হলো অনেক আছে কি আর বাকী কী?
জলের সাথে নিখুঁত খেলা খেলছো তুমি জল পরী।।


(১৪)
পদ্মপুকুর পাড়ের মাঝে এক যে ডালিম গাছ আছে,
পক্ক ডালিম রসে ভরা লোক জমেছে সব কাছে,
গাছে মাত্র ডালিম দু'টি হাজার লোকের মাঝ খানে
গাছ কি তবে উপড়ে নেবে এমন ভয়'তো মন পাছে!!!


(১৫)
আর হলো কই জ্যোৎস্না দেখা দু'জন মিলে এক সাথে?
নিত্য যে সই ব্যাস্ত থাকো নূপুর পায়ে মাঝ রাতে,
নিজের মনে প্রশ্ন করো আগের চেয়ে বেশ আছো?
ভাবনারা সব বাসা বাঁধে এখন যে সই কোন জাতে!!!


১০ জুলাই, ২০১৬ ইংরেজী।