(০৩)


মারবে ছোবল তাই বলেতো তুলছে ফনা ঠোঁট দুটি,
বিষ ছড়াবে অঙ্গ জুড়ে হৃদয় দোলায় খুনসুটি,
পদ্মপুকুর দ্বার খুলেছে ষড় হৃষীক উগ্রতে
পঞ্চফনা দেবে হানা আজ বিষেতে নীল জুটি।।


(০৪)


বদন গাছে পক্ক ডালিম পেকে আছে রস ভরে,
কোন্ মালিতে করছে আবাদ উঠবি যে তুই কার ঘরে?
নাঙ্গল ফলায় সান দিয়েছে আবাদ হবে তোর জমি,
দেখিসরে তোর সোনার জমিন নষ্ট নাহয় জং ধরে।



(০৫)


পদ্ম এখন ভাসছে জলে চাঁদের হাসি নীলোৎপল,
চেনা যে ভাই কঠিন এখন কে যে নায়ক কে'বা খল,
চোখ আছে তাই থাকবে চেয়ে বলতে গেলে কাটবে ধড়,
যাক'না ভেসে কি হয়েছে তাতে কি আর কমবে জল!!!?


(০৬)
(প্রিয় শেখ পুতুলকে নিবেদিত)


ফুল বাগানে সুবাস নিতে হাজার ফুলের মাঝখানে,
হলদে রঙের পোষাক পড়া মুচকি হাসি ঠোঁট পানে।
চুল গুলো যে পরিপাটি পুতুল যেনো সত্যি এক
হৃদের কষ্ট কেমন করে লুকিয়ে রাখো কোন খানে???


(০৭)
(প্রিয় শেখ পুতুলকে নিবেদিত)


দু'হাত তুলে মাঙছি দোয়া ক্ষমা করো প্রভু দয়াময়,
মনের মাঝে শক্তি দিও সত্য বলতে নাহয় যেনো ভয়।
পাছে লোকে যে যাই বলুক করুক যতো হিংসা'ই
আমায় শুধু শক্তি দিও আমার হৃদয় যেনো সয়।।


(০৮)
(প্রিয় শেখ পুতুলকে নিবেদিত)


টুক টুকে লাল শাড়ীতে আজ লাগছে তোমায় লাল পরি
টোল পড়া সেই কপোল দেখি প্রভুর গড়া অপ্সরী
ঠোঁটের কোনের হাসিতে যে পাগল পারা এই ভুবন
ইচ্ছে করে আগের মতো আদর-স্নেহে হাত ধরি।।


৫ জুলাই, ২০১৬ ইংরেজী।