আমার মরণ দিও প্রভু এমন একটি রাতে,
অনেক পাপের বোঝা যখন হালকা কিছু সাথে
পূর্ণিমা চাঁদ হাসবে তখন জ্যোৎস্না দিবে আলো
এমন সময় হলে মরণ লাগবে কতো ভালো।


ইচ্ছে অনেক হৃদে ছিল পুণ্য জীবন গড়ি
চাইগো প্রভু মরণ দিও নামাজ যখন পড়ি
হয়নি করা পুণ্য কিছু পাপে জীবন ভরা
বিচার দিনের মালিক প্রভু, আমি সর্বহারা।


আমার মরার খবর শুনে কেউ কেঁদোনা যেনো
আত্মা আমার কষ্ট পাবে এ কথাটি জেনো
সুহৃদ-স্বজন আছো যারা শোন সবাই মিলে
আত্মা আমার শান্তি পাবে তড়িত কবর দিলে।


আমার কবর দিতে চেয়ো মসজিদের''ই পাশে
পাঁচ ওয়াক্ত আযান যেন আমার কানে আসে
তাতে পাপীর পাপের বোঝা কিছু যদি কমে
বিচার দিনে করতে বিচার একটু যদি ক্ষমে।


তা যদি কেউ নাইবা পার কি আর করা ভাই
বাবা-মায়ের পায়ের নিচে কবর দিও তাই
সবাই যখন আসবে চলে গোরে একা ফেলে
বাবা-মা যে স্নেহে ভরা দেখবে দু'চোখ মেলে।


২২ মে ২০১৬ ইংরেজী।