সকাল হলে পাখিরা সব
ডাকে মধুর সুরে,
সূর্য আলো ছড়ায় যখন
যায় চলে যায় দূরে।


কাক শুধু যে কা কা করে
রোদে উড়ে নিত্য,
খাঁচায় বন্দি করেনা কেউ,
হয়না যে কাক ভৃত্য।


কাকটা কালো হতে পারে
মনটা যে তার সাদা,
লজ্জা নামক পর্দাতে যে
কাকের দু'চোখ বাঁধা।


পরিশ্রমে আনবে হিরা
রুখে সাধ্য কার?
যতন করে পুষবে টিয়া
বলবে রাজাকার।


২৪ ফেব্রুয়ারি,২০১৬ ইংরেজী।