মনো ঘর আলো কর্ আলোতেই সমাধান
আলো বাস আলো চাষ আধাঁরেই ব্যবধান
খুঁজি দিন কাটে রাত সকালের শেষ নাই
আমি ভাই খুঁজে যাই কোথা পাই আলো চাই।


খুঁজি তাই যেথা পাই আলো মন গুণীজন
শিখি তাই সেথা যাই বড়ো আজ প্রয়োজন
দিয়ে কেউ নিয়ে কেউ মনে খুব মজা পায়
দিলে 'পর কমে নয় বহুগুণ বেড়ে যায়।


আধাঁরের গলিপথ নিরাপদ কভু নয়
আলোতেই আছে সব এ'জীবন সুখোময়
এসো ভাই এসো ভাই এসো সব করি পণ
আধাঁরের কাছে নয় আলোতেই সারাক্ষণ।।


২৬ আগষ্ট ২০১৫ ইংরেজী।