মোদের ঘামে তুমি গড় বিশাল দালান কোঠা,
নিত্য মোদের জীবন নদে যায় যে বয়ে ভাটা।
পরিশ্রমের ফসল তুমি একাই কর ভোগ,
গভীর রাতেও নাইট ক্লাবে চলে জলযোগ।
আমরা শ্রমিক কিষাণ- মজুর খেটে খাওয়া মানুষ,
নেইকো স্বপ্ন দূর আকাশে ওড়াবো রঙিন ফানুশ।
তোমাদের মতো আকাশ চুম্বী স্বপ্ন নেইতো মোদের,
আমরা যদি বিগড়ে বসি নড়বে খুঁটি মসনদের।
আজতো তোমরা আমাদের দিয়ে অনেক বিত্ববান,
সালাম ঠুকে, সাহেব বলে, দেয় দেখ কত সন্মান।
তবুও কেন আমাদের দেখে তোমাদের ঈর্শা হয়?
শ্রমের মূল্য দিতে ঠকাবে এটাতো মানবার নয়।
আমরা খাব নুন পান্তা, পোলাও ভর্তি তোমাদের থালা,
সেইদিন বুঝি হলো শেষ, এবার প্রতিরোধের পালা।
আমাদেরই রক্তে তোমরা রচিবে সুখের স্বপ্ন মহল,
ভূলে যাও সব, আমরা জেগেছি, তোমরা হবেনা সফল।
কোমল হৃদয় ইস্পাত হলো শক্ত মজুর মুষ্টি,
"খামোশ" হুংকারে কাঁপিত যত পুঁজিবাদ গুষ্টি।
আমরা যে তাঁর উত্তরসুরী, আদর্শ হৃদে গাঁথা,
হৃদয় থেকে মুছেই ফেলো তব শোষনের প্রথা।।